ভূপতিনগরে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীয়ের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিস
বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কাঁথি: পরকীয়ায় জড়িত রয়েছে স্ত্রী! এমনটাই সন্দেহ করত স্বামী। এমনকী স্ত্রীয়ের উপর চালাত নজরদারিও। পরে এই বিষয়কে কেন্দ্র করে স্ত্রীয়ের সঙ্গে নিত্য ঝামেলা হতো স্বামীর। গতকাল, বুধবার রাতে সেই বিষয়ে ফের ঝামেলা শুরু হয়। তারপরেই আজ, বৃহস্পতিবার সকালে স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অর্জুননগরে। সেখানকার বাসিন্দা চন্দন প্রধান(৩৭) ও তাঁর স্ত্রী খুকু প্রধানের(৩০) মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। পরকীয়ায় লিপ্ত স্ত্রী খুকু, এমনটাই সন্দেহ করতেন স্বামী চন্দন। তাই রোজই তাঁদের মধ্যে ঝামেলা হতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা। গতকাল, তাঁদের দুই সন্তান মামারবাড়িতে চলে যাওয়ার পর ফের অশান্তিতে জড়িয়ে পড়েন খুকু ও চন্দন। তারপরেই আজ, বৃহস্পতিবার সকালে ঘর থেকে তাঁদের দু’জনের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। প্রাথমিক অনুমান, স্ত্রী খুকুকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেন স্বামী চন্দন। পরে নিজেও আত্মঘাতী হন তিনি। তদন্ত শুরু করেছে পুলিস।