জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'চিকিত্সার আর এক নাম সেবা'। ডায়মন্ড হারবারে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ে 'সেবাশ্রয়' কর্মসূচির মাঝেই এবার স্বাস্থ্য় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে? ২৪ ফ্রেরুয়ারি।
সূত্রের খবর, আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এই বৈঠকে আয়োজন করছে ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল। বৈঠকে হাজির থাকবেন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালরা। সঙ্গে হাজার দুয়েক চিকিত্সকরা। প্রধান অতিথি হয়ে তাঁদের মনে কথা শুনবেন মুখ্যমন্ত্রী। আলোচ্য বিষয়, 'চিকিত্সার আর এক নাম সেবা' গ্রিভান্স সেলের চেয়ারম্যান সৌরভ দত্ত জানিয়েছেন, 'জেলার সর্বস্তরের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা এই বৈঠকে যোগ দিতে পারবেন'।
গত বছরের ৮ অগাস্ট আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছিল। স্রেফ কর্মবিরতিই নয়, ধর্মতলায় আমরণ অনশনে বসেছিল জুনিয়র ডাক্তাররা। আরজি করে কাণ্ডে ন্যায় বিচার তো বটেই, রাজ্য সরকারের বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছিলেন তাঁরা। ক্ষোভ এতটাই ছিল যে, খোদ মুখ্যমন্ত্রী অনুরোধেও তখন আন্দোলন প্রত্যাহার করতে রাজি হননি জুনিয়র ডাক্তাররা। শেষপর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশে আন্দোলন প্রত্যাহার করে নেন তাঁরা।
ওয়াকিবহাল মহলের মতে, আরজি কাণ্ডে জেরে সরকার ও জুনিয়র ডাক্তারদের একাংশের মধ্যে অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছিল। যা এখনও কাটেনি পুরোপুরি। এই প্রেক্ষাপটে চিকিত্সকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত তাত্পর্যপূর্ণ।
এদিকে ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয়' কর্মসূচির উদ্বোধন করেছেন অভিষেক। নিজের লোকসভা কেন্দ্রে রীতিমতো ক্য়াম্প করে সাধারণ মানুষকে বিনামূল্য়ে চিকিত্সা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। ঘোষণা করেছেন, 'এই কর্মসূচি অর্থাত্ সেবাশ্রয়, শেষ হওয়ার পরে জানুয়ারি, ফ্রেরুয়ারি, মার্চের মধ্যিখানে অর্থাত্ ১৫-১৬ তারিখ নাগাদ যদি শেষ হয়, আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ৫ হাজার ডাক্তারের কনভেনশন করব। এবং কলকাতার বুকে করব'।