• কমল পরিবহণ ভাতা! স্বাস্থ্যসাথীর খরচে কাটছাঁটের সিদ্ধান্তে শিলমোহর রাজ্যের...
    ২৪ ঘন্টা | ০৯ জানুয়ারি ২০২৫
  • অর্কদীপ্ত মুখোপাধ্যায়:  ৪০০ বা ৬০০ নয়, পরিবহণ ভাতা ২০০ টাকা! স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচে এবার কাটছাঁটের সিদ্ধান্তে শিলমোহর দিল রাজ্য সরকার। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়ে এই টাকা দেওয়া হবে রোগীদের।

    ঘটনাটি ঠিক কী? স্রেফ চিকিত্‍সার সুযোগই নয়, স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিবহণ ভাতাও পান রোগীরা। আগে হাসপাতাল ও বাড়ি যদি একই জেলায় হয়, সেক্ষেত্রে হাসপাতাল থেকে ফেরার সময় ৪০০ টাকা দেওয়া হত। আর বাইরের জেলায় বাড়ি হলে, ৬০০ টাকা পাওয়া যেত। সেই ভাতাটাই পাকাপাকিভাবে হয়ে গেল ২০০ টাকা। সে বাড়ি একই জেলা হোক কিংবা বাইরের জেলায়। 

    সূত্রের খবর, সরকারি  প্রকল্প হলেও এতদিন স্বাস্থ্যসাথীর দায়িত্বে ছিল বেসরকারি সংস্থা। কিন্তু ২০২২ সালের জুলাই প্রকল্পটি দায়িত্ব নিয়েছে সরকারই। ফলে ইনসিওরেন্স(Insurance)থেকে স্বাস্থ্যসাথী প্রকল্প চলে গিয়েছে অ্যাসিওরেন্স(Assurance)মোডে। তখন থেকে এই প্রকল্পে খরচ কমানোর চিন্তাভাবনা শুরু হয়। বস্তুত, দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবহণ ভাতা বাবদ হাসপাতালগুলিকে ৪০০ টাকা পাঠাত সরকার। যার মধ্যে ২০০ টাকা পেতেন রোগীর পরিবার, আর ২০০ টাকা দেওয়া হত হাসপাতালকে। সেই বন্দোবস্তই  বহাল থাকছে।

    এর আগে, বিধানসভায় স্বাস্থ্যসাথীর টাকার অপব্য়বহারের অভিযোগে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'ডাবল চেক করা হয়েছে। স্বাস্থ্যসাথীর টাকার অপব্যবহার ধরা পড়েছে'। সঙ্গে চিকিত্‍সকদের একাংশকে কড়া বার্তা, 'আপনি কাজও করবে না, টাকাও ঘুরিয়ে নেবেন। ডিপার্টমেন্ট তদন্ত করে ব্যবস্থা নেবে'। এরপরই 'চুরি' স্বাস্থ্যসাথী কার্ডকে একগুচ্ছ নিয়মের বেড়াজালে বেঁধে ফেলে রাজ্য সরকার। কবে? গত বছরের ডিসেম্বরের।

  • Link to this news (২৪ ঘন্টা)