• ১৮ জানুয়ারি আর জি কর মামলার রায়দান শিয়ালদহ আদালতে
    প্রতিদিন | ০৯ জানুয়ারি ২০২৫
  • অর্ণব আইচ: আর জি কর কাণ্ডের পাঁচমাসের মাথায় শেষ হয়েছে বিচারপ্রক্রিয়া। চলতি মাসের ১৮ তারিখ আর জি কর ধর্ষণ ও খুন মামলায় রায়দান করবেন শিয়ালদহ আদালতের বিচারক। ধৃত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করবে আদালত? সেক্ষেত্রে কী সাজা ঘোষণা করবেন বিচারক? আদালতের রায়ের অপেক্ষায় গোটা বাংলা।

    গত আগস্ট থেকে আর জি কর কাণ্ডে তোলপাড় বাংলা। ঘটনার পরই গ্রেপ্তার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। শিয়ালদহ আদালতে শুরু হয় মামলা। বিচারপর্ব চলাকালীন আদালতে আর জি কর কাণ্ডকে বিরলতম ঘটনা বলে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। যুক্তি দিয়ে আদালতে জানান, এই ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে। কেনই বা সিবিআই তাকে অভিযুক্ত হিসাবে গণ্য করছে। ধৃত সিভিক ভলান্টিয়ারের ফাঁসির সাজার দাবি করা হয় সিবিআইয়ের তরফে।

    ৯০ দিনের মাথায় শিয়ালদহ আদলতে বিচারপর্ব শেষ হয়েছে। আগামী ১৮ জানুয়ারি বেলা আড়াইটেয় এই মামলায় রায় ঘোষণা করবেন শিয়ালদহ আদালতের বিচারক। সঞ্জয়কেই কি দোষী সাব্যস্ত করবে আদালত? যদি তাই হয় সেক্ষেত্রে কী সাজা ঘোষণা করা হবে, সেদিকে তাকিয়ে গোটা বাংলা। যদিও আর জি করে যে নৃশংস ঘটনা ঘটেছে, তা কারও একার পক্ষে ঘটানো সম্ভব নয় বলেই বারবার দাবি করেছে বিভিন্ন মহল। অভিযোগ করা হয়েছে, এর নেপথ্যে হাসপাতালেরই কেউ জড়িত। ফলে শুধুমাত্র সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলেও এই রায় আমজনতা কীভাবে গ্রহণ করবেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন।
  • Link to this news (প্রতিদিন)