• ‘এটা শুধু ট্রেলার, পিকচার বাকি’, হোয়াটসঅ্যাপে ক্যানিংয়ের পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি
    প্রতিদিন | ০৯ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদহের তৃণমূল নেতাকে খুনের পর ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি। হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের ছবি ও অডিও বার্তা পাঠিয়ে খুনের হুমকির অভিযোগ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ক্যানিং থানার দ্বারস্থ হয়েছেন প্রধান। খুন হওয়ার আশঙ্কা করছেন তিনি। আতঙ্কে রয়েছে পরিবার।

    ক্যানিং এক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডল। অভিযোগ, বুধবার রাতে তাঁর হোয়াটসঅ্যাপে অচেনা একটি নম্বর থেকে বার্তা আসে। সেখানে একটি বন্দুকের ছবি দেখা যায়। সঙ্গে থাকা অডিও বার্তায় বলা হয়, “এটা শুধুমাত্র ট্রেলার। পিকচার এখনও বাকি।” যদিও অডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। আরও অভিযোগ, হুমকি দিয়ে বলা হয়, ‘এখন ছবি পাঠালাম, আগামী দিনে আপনাকে ছবি করব।’

    ইতিমধ্যেই ক্যানিং পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন আকচার। পঞ্চায়েত প্রধানের দাবি, কে বা কারা তাঁকে হুমকি দিয়েছে তিনি জানেন না। কেনই বা হুমকি তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। আকচার মণ্ডল বলেন, “বুধবার রাতে আমার মোবাইলে বন্দুকের ছবি ও অডিও বার্তা দিয়ে আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। কে এই মেসেজ করল বুঝতে পারছি না। বিধায়ককে জানিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছি।”

    এলাকার বিধায়ক পরেশরাম দাস বলেন, “গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডলকে খুনের হুমকি দেওয়া হয়েছে। একটা ভয়েস মেসেজ ও ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। প্রাণে মারার চক্রান্ত করা হচ্ছে। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিরোধী বা দুষ্কৃতীরা কর্মীনেতাদের খুন করার চেষ্টা করবে। এই হুমকি নিয়ে ভয়ে আছি। পুলিশকে দ্রুত ঘটনার তদন্ত করতে অনুরোধ করেছি।”

    দিন কয়েক আগেই মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল নেতা খুন হয়েছেন। ঘটনায় অভিযুক্ত শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। তিনি গ্রেপ্তারও হয়েছেন। খুনের জন্য ৫০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এই আবহেই গোপালপুর পঞ্চায়েতর প্রধানকে খুনের হুমকি চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)