কলকাতা পুলিশ ৫ দিনে যা করেছে CBI ৫ মাসে তা করতে পারল না,RG করের নির্যাতিতার বাবা
হিন্দুস্তান টাইমস | ০৯ জানুয়ারি ২০২৫
আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার শুনানি শেষে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে এই মামলার শুনানি শেষে হয়। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘কলকাতা পুলিশ ৫ দিনে যা পারল সিবিআই ৫ মাসে তা পারল না।’
এদিন নির্যাতিতার মা বলেন, ‘একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব নয়। একটা হাসপাতালের জনবহুল হাসপাতাল। সেখানে কেউ একজন বাইরের এসে গেল হাসপাতালের কেউ জানতে পারল না এটা আমি মনে করি না। আমি মনে করি হাসপাতালের কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে। তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে। যখন সবাই শাস্তি পাবে। তখন আমার মেয়ের আত্মা ও আমার মন শান্তি পাবে।’
এর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্যাতিতার বাবা বলেন, ‘এখন আমরা সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলছি না। আমরা প্রশ্নগুলো আদালতের সামনে রেখেছি। সেই প্রশ্নগুলো প্রকাশ্যে বলা যাবে না। কলকাতা পুলিশের ৫ দিনের তদন্তের ফল আজকে পাওয়া গেল। পরবর্তীতে সাপ্লিমেন্টরি চার্জশিট আসবে। তার ফলও পাওয়া যাবে। কলকাতা পুলিশ যেটা ৫ দিনে করল সেটা ৫ মাসে করতে পারছে না সিবিআই। ২ জনকে তো ছেড়েই দিল।’
বৃহস্পতিবার শিয়ালদা আদালতে শেষ হয়েছে আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলার শুনানি। গোটা শুনানি হয়েছে রুদ্ধদ্বার কক্ষে। বৃহস্পতিবার শেষদিনের শুনানিতে সওয়াল করেন নির্যাতিতার বাবা - মায়ের আইনজীবী। সওয়ালে তিনি আদালতের সামনে একগুচ্ছ প্রশ্ন রেখেছেন। তার পর সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী। সওয়ালে অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির সাজা দাবি করেছেন সিবিআইয়ের আইনজীবী। ১৮ জানুয়ারি দুপুর ২টো ৩০ মিনিটে এই মামলার রায়দান হবে বলে জানিয়েছেন বিচারক।