'পদত্যাগ চাইছি না তবে মেয়েরা যাতে…' মমতাকে খোলা চিঠিতে কী লিখলেন অপর্ণা সেনরা?
হিন্দুস্তান টাইমস | ০৯ জানুয়ারি ২০২৫
এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন নাগরিক চেতনা মঞ্চ। অভিনেত্রী অপর্ণা সেন সহ অন্য়ান্যরা এনিয়ে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন। সেই চিঠির বিষয়টি কিছুটা পড়ে শোনান তিনি। নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অপর্ণা। তিনি বলেন, পশ্চিমবঙ্গ নারীদের জন্য নিরাপদ বলে দাবি করা হয়। কিন্তু যেটা বলা হয় আর বাস্তব যেটা রয়েছে সেটার মধ্য়ে কতটা ফারাক রয়েছে সেটাও তুলে ধরেন তাঁরা। প্রসঙ্গত এর আগে আরজি করের ঘটনায় অপর্ণা চিকিৎসকদের অনশনমঞ্চে গিয়েছিলেন।
তিনি জানিয়েছেন, যে সরকারই আসুক না কেন যে দলেরই সরকার হোক না কেন তাদের বলতে হবে যে এভাবে চলবে না। আমরা পরিকাঠামোগত, পদ্ধতিগত, দীর্ঘমেয়াদি কিছু বদল চাইছি। যাতে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়। রাজ্য সরকারের বিভিন্ন দফতরেও এই চিঠি পাঠানো হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে।
অপর্ণা বলেন, আমরা চিরকাল ভাবি পশ্চিমবঙ্গ একটি নিরাপদ রাজ্য, এখানে মেয়েদের নিরাপত্তা রয়েছে। কিন্তু এই ধারণা ও বাস্তব পরিস্থিতির মধ্য়ে কোথাও তফাত রয়েছে। বার বার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই তফাতটা যেন না থাকে। পশ্চিমবঙ্গ যেন সত্যি সত্যি নিরাপদ রাজ্য হয়ে ওঠে। জানিয়েছেন অপর্ণা।
অপর্ণা জানিয়েছেন, পুলিশ যেখানে কাজ করে সেখানেও মেয়েরা রয়েছেন। সেখানেও তাঁদের জন্য় ভালো পরিবেশ থাকা দরকার। মেয়েরা যাতে নিরাপদে এক জায়গা থেকে অন্য় জায়গায় যেতে পারেন তার জন্য পরিবহণ বিভাগেরও সংশোধন করা দরকার। স্কুলগুলিতে লিঙ্গ সচেতনতা তৈরিরও প্রয়োজন বলে জানানো হয়েছে।
অপর্ণা জানিয়েছেন, শিক্ষা স্বাস্থ্য, পুলিশ প্রশাসন পরিবহণ সব দফতরেই আমরা চিঠি দিচ্ছি আমরা। তবে তাঁরা কারও পদত্যাগ চাইছেন না। প্রশাসন যাতে তাঁদের দাবি মেনে নেন সেই দাবি তুলেছেন তাঁরা।
এর আগে আরজি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যখন অনশন আন্দোলন চালাচ্ছিলেন সেই সময় সেই মঞ্চে গিয়েছিলেন অপর্ণা সেনরা। তিনি জানিয়েছিলেন, ‘আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না। তাই এখানে চলে এসেছি। আপনারাও আসুন অনশন মঞ্চে। এখানে এসে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান।’
সেবার ছিল মহাষষ্ঠীর দিন । ডাক্তারদের অনশন মঞ্চে হাজির হয়েছিলেন অপর্ণা সেন। এবার একেবারে রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। মুখ্য়মন্ত্রীকে চিঠিও দিয়েছেন তাঁরা। কিন্তু দাবি এক দফা এক মুখ্য়মন্ত্রীর পদত্য়াগ এমন কোনও কথা তাঁরা বলতে চাননি। বরং কারোর পদত্য়াগ চাইছেন না তাঁরা।