'আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করে ২০২৬ সালের ভোটের খরচ তুলতে চান মমতা'
হিন্দুস্তান টাইমস | ০৯ জানুয়ারি ২০২৫
২০২৬ সালের নির্বাচনের খরচ তুলতে আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মিছিল শেষে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপির মিছিলেকে লক্ষ্য করে তৃণমূলের বিক্ষোভে সাময়িক উত্তেজনা ছড়ায়।
আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রির প্রতিবাদে বৃহস্পতিবার মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। এদিন শুভন্দু অধিকারীর মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। আদালতের অনুমতি নিয়ে মিছিল করেন শুভেন্দুবাবু। এদিন মিছিলকে লক্ষ্য করে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মিছিল ন্যাশনাল লাইব্রেরির সামনে পৌঁছলে শুভেন্দুবাবু বলেন, ‘চোরেদের বাড়িতে এসেছি’। এর পর ‘মমতা চোর’ বলে বেশ কয়েকবার স্লোগান দেন তিনি। বলেন, ‘ভবানীপুরে দাঁড়িয়ে বলছি, মমতার গুষ্টি চোর’।
এর পর p[বিধানচন্দ্র রায়ের করা এই হাসপাতাল বিক্রি করতে দেব না। ২৫০ কাঠা জমি ১০০০ কোটিতে বেচবে। ২০০ কোটি জমা করাবে। ৮০০ কোটি বাড়িতে ঢোকাবে, দুবাই পাচার করবে। করতে দেব না।’
বিজেপির মিছিল লক্ষ্য করে তৃণমূলের বিক্ষোভ নিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘মমতার ভাই কার্তিকের নির্দেশে ওরা দাঁড়িয়েছিল। আমরা তাড়া করতে পালিয়েছে।’