• চুরি-ডাকাতি রুখতে মেদিনীপুরে গয়নার দোকানে বসছে অত্যাধুনিক মেশিন, কী ভাবে কাজ করবে এটি?
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৫
  • ২০২৩-এর সেপ্টেম্বর মাসে খড়গপুর গোলবাজার এলাকায় সোনার দোকানে ডাকাতি ঘটনায় হইচই পড়ে যায় গোটা রাজ্যে। পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় গয়নার দোকানে ডাকাতির ঘটনা অনেকাংশেই বেড়েছে। রানিগঞ্জ থেকে হাওড়া, খড়গপুর থেকে আসানসোল, একের পর এক ডাকাতির ঘটনায় নড়েচড়ে বসে রাজ্য পুলিশ প্রশাসন। এ বার ডাকাতির ঘটনা রুখতে আধুনিক স্বয়ংক্রিয় মেশিনের ব্যবস্থা করল পশ্চিম মেদিনীপুর পুলিশ। বৃহস্পতিবার খড়গপুর শহরের গোলবাজারে স্বর্ণ ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ঠিক এমনটাই ঘোষণা করেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার।

    জেলার সমস্ত সোনার দোকানে বসানো হবে সেন্সর ডিভাইস। পুলিশ সুপার বলেন, ‘অপরাধ রুখতে মেদিনীপুর, খড়গপুর, ঘাটাল-সহ জেলার সমস্ত বড় শহরের সোনার দোকানগুলিতে বসানো হবে এই বিশেষ ডিভিইস।’



    কী ভাবে কাজ করবে এই ডিভাইস?

    দোকানে যে মেশিনটি বসানো হবে তাতে থাকবে একটি SOS বাটন। কর্মচারীরা দোকানে প্রবেশ করলেই চালু করে দেবেন এই SOS প্রক্রিয়াটি। এই যন্ত্রে আইপি ক্যামেরা লাগানো রয়েছে। এর মাধ্যমেই দোকানের গতিবিধি নজরে রাখতে পারবে সংশ্লিষ্ট এলাকার পুলিশ বাহিনী। অন্যদিকে রাতে দোকান বন্ধ থাকার সময় কাজ করবে একটি ‘মোশন সেন্সর’ ডিভাইস। দোকানে অনধিকার প্রবেশ ঘটলেই মুহূর্তের মধ্যে বার্তা যাবে পুলিশের QAT (Quick Action Team) টিমের কাছে। 

    কী ভাবে পাওয়া যাবে এই পরিষেবা?

    স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনের হাতেই তুলে দেওয়া হচ্ছে এই ডিভাইস। সংগঠনের তরফেই জেলার সমস্ত সোনার দোকানগুলিতে এই ডিভাইস চালু করা হবে। পরবর্তীকালে এই মেশিন কিনতেও পাওয়া যাবে। মেশিনের সর্বোচ্চ দাম হতে পারে ৮-১০ হাজার টাকার মধ্যে। সোনার দোকান ছাড়াও অন্যান্য দোকানেও এই ডিভাইস ব্যবহার করা হবে বলে জানিয়েছে প্রশাসন। 

  • Link to this news (এই সময়)