গাড়ি দাঁড় করিয়ে এমভিআই অফিসার পরিচয় দিয়ে তোলাবাজি, বলাগড় পুলিশের হাতে গ্রেপ্তার তিন...
আজকাল | ১০ জানুয়ারি ২০২৫
মিল্টন সেন: পরিবহন দপ্তরের আধিকারিক মোটর ভেহিকেল ইন্সপেক্টর অর্থাৎ এমভিআই পরিচয় দিয়ে তোলাবাজি। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে বলাগড় থানার পুলিশ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলাগড় থানার অন্তর্গত নাটাগড় এলাকায়। ধৃতেরা হলেন রঞ্জিত শীল (৩২), পঙ্কজ মণ্ডল (৩৫) এবং জয়ন্ত দাস (৩৮)। তিন যুবকের বাড়ি হুগলি শেওড়াফুলিতে।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত পৌনে তিনটে নাগাদ এসটিকেকে রোড ধরে চন্দ্রা ঘোষ নামে এক মহিলা তাঁর গাড়িতে কালনা থেকে বলাগড়ের দিকে আসছিলেন। গাড়ি নাটাগড় এলাকায় পৌঁছনোর পর ঘোষপুকুরের কাছে তিন যুবক চেকিংয়ের নাম করে তাঁর গাড়িটি আটকায়। তিনজনই নিজেদের পরিবহন দপ্তরের আধিকারিক হিসাবে পরিচয় দেযন। অভিযোগ, তিন জনের মধ্যে এক যুবক নিজেকে মোটর ভেহিকেল ইন্সপেক্টর পরিচয় দেন। নানা কারণ দেখিয়ে ওই মহিলার কাছে মোটা টাকা দাবি করে। সন্দেহ হওয়ায় তিনি বলাগড় থানায় ফোন করেন। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই তিনজনের পরিচয় জানার পরেই পুলিশের সন্দেহ হয়। তিনজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তাঁরা কেউই জেলা মোটর ভেহিকেল বিভাগের কর্মী নন। বেরিয়ে আসে আসল তথ্য, তিন যুবককেই গ্রেপ্তর করে বলাগড় থানা।
এদিন বলাগড় থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। তিনি জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে একটি স্করপিও গাড়ি উদ্ধার করা হয়েছে। কিছু কাগজপত্র পাওয়া গেছে। বাকি বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। এদিন অভিযুক্তদের আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।ছবি পার্থ রাহা।