• নকল নথি দিয়ে তৈরি হচ্ছিল জাল পাসপোর্ট, পুলিশের জালে তিন অভিযুক্ত...
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন: একই আধার নম্বর ব্যবহার করে একাধিকবার পাসপোর্টের আবেদন। বিষয়টি কানে আসতেই সন্দেহ হয়েছিল ভদ্রেশ্বর থানার পুলিশের। ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে পৌঁছয় পাসপোর্ট জালিয়াতির নানা তথ্য। এরপরেই গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকে। ধৃতদের নাম মহম্মদ ইমরান, মোহন সাউ এবং বিশ্বজিৎ ঘোষ। ধৃতদের মধ্যে মহম্মদ ইমরান রাজ্য পুলিশের অস্থায়ী ট্রাফিক হোমগার্ডের চাকরি করে বলে জানা গিয়েছে। তার বাড়ি ভদ্রেশ্বর থানার অন্তর্গত চাঁপদানী এলাকায়। ধৃত মোহন সাউ বৈদ্যবাটি এবং বিশ্বজিৎ ঘোষ তারকেশ্বরের বাসিন্দা।

    বৃহস্পতিবার চন্দননগর পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। একই আধার নম্বর দিয়ে বার বার পাসপোর্টের আবেদন করার বিষয়টি নজরে আসতেই সন্দেহ হয় পুলিশের। পুলিশের তরফে একটি স্বতপ্রণোদিত মামলা দায়ের করা হয়। এরপরেই তদন্ত শুরু করে ভদ্রেশ্বর থানার পুলিশ। প্রথমে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার মৌসুনি দ্বীপ থেকে গ্রেপ্তার করা হয় মোহন সাউকে।

    তার পরেই তারকেশ্বর থেকে বিশ্বজিৎ ঘোষ এবং চাঁপদানী মহম্মদ ইমরানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃত তিনজনকে চন্দননগর আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তদের চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত ১০ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই চক্রের সঙ্গে আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িতদের ডিজ্ঞাসাবাদ করা হবে।
  • Link to this news (আজকাল)