আজকাল ওয়েবডেস্ক: খেলতে খেলতে বিপদ। আচমকাই একটি ধাতব কয়েন গিলে ফেলে সাত বছরের একটি শিশু। বাড়ির লোক হতভম্ব। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। কিছুটা দূরে বসুলডাঙায় চলছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জির স্বাস্থ্য শিবির 'সেবাশ্রয়'। সেখানেই শিশুটিকে নিয়ে আসেন তার অভিভাবকরা। শিবিরে উপস্থিত চিকিৎসকরা পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে শিশুটিকে পাঠিয়ে দেন ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটালে। সেখানেই চিকিৎসকরা বিপদ থেকে মুক্ত করেন শিশুটিকে। প্রাণে বাঁচে খুদে।
কৃতজ্ঞ শিশুর পিতা হোসেন খান জানান, কয়েন গিলে ফেলার পর তিনি তাঁর সন্তানকে নিয়ে বসুলডাঙার সেবাশ্রয় শিবিরে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠান। সেখানে তাঁকে সম্পূর্ণ সহায়তা করা হয়েছে। গোটা বিষয়টির জন্য হোসেন সাংসদ অভিষেক ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-এ পোস্ট করেছেন সাংসদ অভিষেক। জানিয়েছেন, শিশুটি এখন সম্পূর্ণ বিপদমুক্ত।