এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি
আজকাল | ১০ জানুয়ারি ২০২৫
অতীশ সেন: বৃহস্পতিবার সারদিন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরে কাটিকে বিকেলে আবারও জঙ্গলে ফিরল দুই দাঁতাল হাতি। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুই দাঁতাল ফালাকাটা শহররের পাশাপাশি শহরতলীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালো। এর আগেও নানা সময়ে ফালাকাটা শহরে হাতি ঢুকেছিল, তবে তার বেশিরভাগ ঘটনাই ছিল রাতের বেলার। বিভিন্ন জায়গায় থাকা সিসিটিভির ফুটেজে রাতে শহরে হাতির ঢুকে পড়ার ছবি দেখা গিয়েছিল। তবে এবার দু'টি হাতি যেভাবে সারাদিন শহরে চষে বেড়ালো তাতে শহরবাসীর কপালে চিন্তার ভাজ দেখা দিয়েছে।
জানা গিয়েছে বুধবার রাতে ফালাকাটার বংশীধরপুর গ্রাম হয়ে হাতির একটি দল পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পারপাতলাখাওয়া গ্রামে চলে আসে। এই গ্রামগুলিতে অধিকাংশ জমির ধান এখন কাটা হয়ে গিয়েছে। ফলে সেখানে কোনও খাবার না পেয়ে হাতির দলটি মেজবিল গ্রামে ঢুকে পড়ে রণজিৎ মণ্ডল নামে এক সবজি চাষির ক্ষেতে হামলা চালায়। এর পর গুদামটারি এলাকা হয়ে ঢুকে পড়ে শহরে। ফালাকাটা গার্লস হাইস্কুলের দেওয়াল ভাঙার পাশাপাশি শহরের ভেতর দিয়ে যাওয়া ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা বিভিন্ন জায়গার লোহার রেলিং ভেঙে ফেলে দুই হাতি। সকালে মানুষের তাড়া খেয়ে ফালাকাটার সুভাষপল্লির ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়েছিল হাতি দু'টি।
ঘটনার খবর পাওয়ার পরই বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা শহরে পৌঁছে হাতি দু'টিকে শহর থেকে বাইরে বের করার চেষ্টা শুরু করে। জলদাপাড়া বনবিভাগের ডিএফও পারভীন কাসোয়ান ঘটনাস্থলে চলে আসেন। ফালাকাটা থানার পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার জন্য মাইকিংও শুরু করা হয়।
বন্য হাতি দু'টিকে বাগে আনতে দু'টি কুনকি হাতিও নিয়ে আসা হয়। ১৬৩ ধারা জারি করে রাস্তা দিয়ে বাইরের লোকদের শহরে ঢোকার উপর এ দিন নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বেশিরভাগ স্কুলেই এ দিন পড়ুয়ার সংখ্যা ছিল হাতেগোনা। সুভাষপল্লী-সহ শহরের একটা বড় এলাকার মানুষ এদিন গৃহবন্দী অবস্থাতেই সারাদিন কাটালেন। বিকেল নাগাদ হাতি দু'টিকে তাড়িয়ে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা। সুভাষপল্লীর কাছেই রয়েছে রেল লাইন। কোনও রকম দূর্ঘটনা এড়াতে বনদপ্তরের অনুরোধে বিকেলে প্রায় আধ ঘন্টা ফালাকাটা-কোচবিহার রেলপথে সমস্ত রেল চলাচল বন্ধ রাখে রেল দপ্তর। বিকেলে সব ধরনের সাবধানতা অবলম্বন করে বনকর্মীরা হাতি দু'টিকে তাড়িয়ে জলদাপাড়ার জঙ্গলে ফিরিয়ে দিতে সক্ষম হন।