শীত-সন্ধ্যায় কলকাতায় ফের ভয়াবহ আগুন, জোকার খালপোলে ভস্মীভূত একের পর এক ঝুপড়ি...
আজকাল | ১০ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তপসিয়া, নিউ আলিপুরের পর বৃহস্পতিবার বিকেলে ডায়মন্ড হারবার রোডের পাশে জোকার খালপোলের কাছে ঝুপড়িতে আগুন লাগে। আগুনে ভস্মীভূত একের পর এক ঝুপড়ি। জলন্ত ঝুপড়ি থেকে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দমকলে খবর দেওয়া হয়। এরপরই ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন পৌঁছায়।
স্থানীয়রা জানিয়েছেন, একটি ঝুপড়ি থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। তখন ধুপড়ির বাসিন্দারাই ওই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু, ব্যর্থ হন। কিন্তু, আগুন নিমেষের মধ্যে বিধ্বংসী আকার ধারণ করে। পুড়ে ছাই হয়ে যায় সব ঝুপড়ি। ফলে শীতে ফের আশ্রয় হারালেন বহু মানুষ।
শেষ পাওয়া খবরে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।