• চিকিৎসকদের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, শুনবেন তাঁদের মনের কথা
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের সঙ্গে চিকিৎসকদের সম্পর্ক ফের একবার ঝালিয়ে নিতে এবার ডাক্তারদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরজি করের ঘটনার পর তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল। জানানো হয়েছিল, সেখানে চিকিৎসকরা নিজেদের সমস্যা বা অভিযোগ তুলে ধরতে পারবেন। জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে গ্রিভান্স সেলের বৈঠক রয়েছে। জানা গিয়েছে, প্রধান অতিথি হিসেবে সেই বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের উদ্দেশ্যে বক্তব্যও রাখবেন তিনি। আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের 'ধনধান্য' প্রেক্ষাগৃহে হবে একটি বিশেষ বৈঠক। সেখানে যোগ দেওয়ার জন্য্ই আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।

    এই বৈঠকের নামকরণ করা হয়েছে ‘চিকিৎসার অপর নাম সেবা’। বৃহস্পতিবার এই বৈঠকের ঘোষণা করা হয়। সংগঠনের চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত জানিয়েছেন, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, জুনিয়র চিকিৎসক, এবং পড়ুয়াদের আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা হাসপাতাল এবং ব্লক হাসপাতালের চিকিৎসকরাও এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন। কাউকে এই বৈঠক থেকে ব্রাত্য করা হয়নি। এমনকি, আন্দোলনকারী চিকিৎসকরাও এই বৈঠকে অংশ নিতে পারবেন। উল্লেখ্য, আরজি কর হাসপাতালের ঘটনার পর রাজ্যের চিকিৎসকদের এক বড় অংশ আন্দোলনে পথে নেমেছিলেন। আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির পথে হাঁটেন।

    একাধিক বৈঠক এবং আলোচনার পরেও তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করেননি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে কাজে যোগ দেন আন্দোলনকারী চিকিৎসকরা। এরপরে রাজ্যে পুজোর সময় তাঁরা ধর্মতলায় ১০ দফা দাবি নিয়ে অনশনে বসেন। গত বছরের অক্টোবর মাসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক হয় আন্দোলনকারী ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের বেশিরভাগ দাবিই মেনে নেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরাও অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এই আবহে চিকিৎসকদের বৈঠকে যোগ দিতে পারেন মমতা। চিকিৎসক ও প্রশাসনের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই বৈঠক এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।
  • Link to this news (আজকাল)