• আর জি কর কাণ্ড: মামলার রায় ঘোষণা ১৮ জানুয়ারি
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আগামী ১৮ জানুয়ারি, শনিবার মামলার রায় ঘোষণা করবে শিয়ালদহ আদালত। ওইদিন দুপুর আড়াইটার সময় রায়দান করবেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। বিচারপ্রক্রিয়া শুরুর ৬৯ দিনের মাথায় এই রায়দান করা হবে। গত ১১ নভেম্বর থেকে আদালতে আর জি কর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়। আজ, বৃহস্পতিবার সেই বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে। সূত্রের খবর, সিবিআইয়ের পক্ষ থেকে অভিযুক্তের সবোর্চ্চ সাজা ফাঁসির দাবি জানানো হয়েছে। এছাড়া ঘটনার ভয়াবহতা এবং নৃশংসতার কথাও সবিস্তারে তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তিলোত্তমার বাবা-মাও। অন্যদিকে, আজ কোর্টের পুলিস লকআপে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত সঞ্জয় রায়কে। জানা গিয়েছে, সেই সময় থমথমে ছিল তার মুখ। উল্লেখ্য, গত বছর ৯ আগস্ট আর জি কর-এ মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তদন্ত শুরু করে কলকাতা পুলিস। অভিযুক্ত হিসেবে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। পরে হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এরপর গত ১১ নভেম্বর থেকে আরজি করের ঘটনার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল। টানা দু’মাস ধরে তা চলে। এই মামলায় আগেই চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানেও ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কেই অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে তাকে ফাঁসানো হয়েছে বলেই দাবি করেছিল তার আইনজীবী।
  • Link to this news (বর্তমান)