• জোকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল একাধিক ঝুপড়ি
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরসন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড! তপসিয়া, নিউ আলিপুরের পর এবার জোকা। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় জোকার কাছে ডায়মন্ড হারবার রোড সংলগ্ন খালপোলের কাছে আগুন লাগল একাধিক ঝুপড়িতে। জানা গিয়েছে, ১৪৪ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় বেশ কয়েকটি ঝুপড়ি রয়েছে। এদিন সন্ধ্যায় সেখান থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। প্রথমে দেখা যায় দুটি ঝুপড়িতে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একাধিক ইঞ্জিন অকুস্থলে পৌঁছয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। তবে দমকল আসার আগেই আগুনের গ্রাসে চলে যায় বেশ কয়েকটি ঝুপড়ি। ফলে শীতের রাতে আশ্রয়হারা হতে হল বহু মানুষজনকে। পাশাপাশি দুর্ঘটনার জেরে আতঙ্কিত ওই এলাকায় বসবাসকারী মানুষজনও। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন লাগার পাশাপাশি বিস্ফোরণের শব্দও না কী শুনতে পেয়েছেন তাঁরা। ফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই অগ্নিকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। অন্যদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয় ওই রাস্তার যান চলাচলও।
  • Link to this news (বর্তমান)