• ১৮ জানুয়ারি আরজি কর মামলার রায়দান ! 'সিবিআই প্রতিপক্ষ', বলছেন নির্যাতিতার বাবা-মা
    ২৪ ঘন্টা | ১০ জানুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময় লাগল ৬০ দিন। আরজিকর কাণ্ডে দোষী কে? বিচার প্রক্রিয়া শেষ শিয়ালদহ আদালতে। ১৮ জানুয়ারি সাজা ঘোষণা। সময় দুপুর আড়াইটে।

    প্রায় পাঁচ মাস পার। গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিস। এরপর হাইকোর্টের নির্দেশে আরজি করে তরুণী চিকিত্‍সকে খুন ও ধর্ষণের তদন্তে নামে সিবিআই। ৭ অক্টোবর শিয়ালদহ কোর্টের প্রথম চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিয়ুক্ত সেই সঞ্জয়ই।

    ১১ নভেম্বর থেকে টানা ৬০ দিন মামলাটির শুনানি চলে শিয়ালদহ কোর্টে। নিম্ন আদালতে যখন ধৃতের সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছে সিবিআই, আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে। বস্তুত, শীর্ষ আদালতের নদরজারিতে চলেছে তদন্ত। সুপ্রিম কোর্টে যতবারই শুনানি হয়েছে, ততইবার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।

    এদিকে আরজি কর সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার। তারপর সুপ্রিম কোর্টের যান তাঁরা। নির্যাতিতার বাবা বলেন,  '১৮ তারিখ ফাইনাল বলেছেন রায় দেবেন। আরও যাঁরা লিপ্ত আছে, তাঁরা সামনে আসুক। সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ুক। আঠেরো তারিখ প্রথম পদক্ষেপ'। তাঁর কথায়, 'সিবিআই এখন বিরোধী'।

  • Link to this news (২৪ ঘন্টা)