• 'কেউ যেন কাউকে কারও বান্দা না ভাবেন', বিকাশ-বিতর্কে কংগ্রেসকে কড়া বার্তা সিপিএমের!
    ২৪ ঘন্টা | ১০ জানুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'নীতিবোধ থাকলে রাজ্য থেকে পদত্যাগ করুন'। সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন রাজ্যের কংগ্রেস নেতারা। 'অন্ধের হস্তিদর্শনের মতো পোস্ট করছেন', পাল্টা কটাক্ষ বামনেতা। কড়া প্রতিক্রিয়া দিল আলিমুদ্দিনও।

    বিকাশরঞ্জন বলেন, 'খুবই দুর্ভাগ্যজনক যে, শুভঙ্করবাবু ও তাঁর দলের অন্যন্য লোকেরা, তাঁরা আমার বক্তব্যটা শোনেইনি। বক্তব্যটা বোঝেননি।  বক্তব্যের প্রেক্ষিতাটা ছিল মমতাকে দল থেকে তাড়ানো ভুল হয়েছে। সেই প্রক্ষিতেই বলেছি, কংগ্রেসের ভিতরে বহু ধরনের মানুষ আছেন, আরএসএসের লোক আছেন। মমতা আরএসএসের লোক ছিল, তাঁকে তাড়িয়ে কংগ্রেস ঠিক করেছে'। সঙ্গে পরামর্শ, 'আমার বক্তব্যটা মন দিয়ে শুনুন। ভালো করে বুঝুন। কংগ্রেসে বর্তমান যে লড়াই চলছে রাহুল গান্ধীর নেতৃত্বে। সেই লড়াইয়ে মর্মবস্তু উপলদ্ধি করুন'। তাঁর মতে, 'আমার বক্তব্য সঠিকই ছিল। যাঁরা পোস্ট করছেন, তাঁরা অন্ধের হস্তিদর্শনের মতো পোস্ট করছেন'।

    চুপ করে থাকেনি আলিমুদ্দিনও। জি ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাত্‍কারে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'কেউ যেন কাউকে কারোর বান্দা না ভাবেন।   কিনে নিয়েছেন এমন যেন না ভাবেন ওরা। আমরাও বহু ক্ষেত্রে সমর্থন দিয়েছি। ইতিহাস নির্দয়, ইতিহাস এ ইমার্জেন্সি আছে এটা সত্যি। শুভঙ্কর ওর দলের জাতীয় নেতাদের সঙ্গে কথা শুনুন'।

    কী বলেছেন বিকাশরঞ্জন? বিজেপির বিরুদ্ধে এখন জোট কংগ্রেস ও সিপিএম। সম্প্রতি জি ২৪ ঘণ্টায় প্রবীণ বামনেতা, কলকাতার প্রাক্তন মেয়র বলেন, 'রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয়। সামাজিক পরিস্থিতি পরিবর্তন হয়। সেই সমস্ত পরিবর্তিত পরিস্থিতির উপর দাঁড়িয়ে রাজনৈতিক সমীকরণও বদলায়। রাজনৈতিক সমীকরণ বদলেছে মানেই যে অতীতের ঘটনাগুলি ইতিহাস থেকে মুছে যায়, তা তো নয়। উপেক্ষা করতে পারব যে, ইন্দিরা গান্ধীর আমলে যে ইমার্জেন্সি হয়েছিল, ইর্মাজেন্সি তো অত্যন্ত কালো অধ্যায়। আমি তো সংসদে ৩ মিনিটের সময়ের মধ্যে একথা বলেছি। সাংবিধানিক ইতিহাসে ইর্মাজেন্সি একটা কালো দাগ।  পাশাপাশি, ইন্দিরা গান্ধী ক্ষমা চেয়েছেন, সেটাও বলেছি। এটা ঐতিহাসিক ঘটনা'।

    বিকাশরঞ্জনের আরও বক্তব্য, 'কংগ্রেসের মধ্যে একদল মানুষ আছে, যাঁরা প্রকৃত পক্ষে আরএসএসের দিকেই মতামত প্রকাশ করছেন। যাঁর বিরুদ্ধে রাহুল লড়াই করছেন। সাঁইবাড়ির  ঘটনা নিয়ে দক্ষিণপন্থার পক্ষ থেকে বামপন্থীদের বিরুদ্ধে অনেক কুত্‍সা অপপ্রচার করা হয়েছে। সেটা কংগ্রেসের দিকে আনুষ্ঠানিকভাবে হয়নি। কংগ্রেসের সেসময়ে যে ভূমিকা ছিল,  সেই ভূমিকা তত্‍কালীন সময়ে স্বৈরাচারী ভূমিকা ছিল। তাঁর বিরুদ্ধে সিপিআইএমের লড়াই, সেই লড়াই আজও চলছে। কিন্তু আজকে লড়াইয়ের প্রেক্ষিতটা পালটে গিয়েছে'।

  • Link to this news (২৪ ঘন্টা)