• বাইপাসে আয়কর অফিসারের থেকে সোনার চেন ছিনতাই
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৫
  • এই সময়: ভরদুপুরে পুলিশ সেজে কেপমারি কলকাতায়! তা–ও আবার আয়কর বিভাগের এক অফিসারকে। বুধবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটে ইএম বাইপাস লাগোয়া কসবার টেগোর পার্কে।

    অভিযোগকারী ইনকাম ট্যাক্স অফিসার রবীন্দ্রনাথ সিং কসবার শান্তিপল্লিতে আয়কর ভবন আবাসনে থাকেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন তিনি মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন।

    সে সময়ে আচমকা রাস্তায় কলকাতা পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে এক যুবক তাঁকে আইকার্ড দেখায়। বলে, কাছেই একজন খুন হয়েছেন। এলাকায় গোলমাল চলছে। বলেই তাঁকে কাছের একটি গলিতে নিয়ে গিয়ে বলেন, গলার সোনার চেন খুলে ফেলতে। নইলে সেটি কেউ কেড়ে নিতে পারে।

    পুলিশকে ওই অফিসার জানিয়েছেন, সেখানে আরও দু’জন ছিল। তাদেরই একজন রবীন্দ্রনাথের চেন একটি কাগজে মুড়ে ফেলে। তার পরে একটি মোড়ক তাঁর হাতে দিয়ে সেটি পকেটে রাখতে বলা হয়। সেইমতো সেটি পকেটে রেখে রবীন্দ্রনাথ বাড়ি চলে আসেন। কিন্তু মোড়ক খুলতেই দেখা যায়, তাতে রয়েছে ছোট ছোট পাথর। বুঝতে পারেন, তাঁকে বিভ্রান্ত করে চেন বদলে পাথর ধরিয়ে দেওয়া হয়েছে।

    ইতিমধ্যেই কসবা থানার পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তা দেখেই চিহ্নিত করার চেষ্টা চলছে কেপমারদের। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এই ঘটনার দু’তিন ঘণ্টা পরে ফের একই এলাকায় এই ধরনের আরও একটি ঘটনা ঘটেছে। এবং এই ধরনের ঘটনা নতুন নয়। ছিনতাই, কেপমারি লেগেই রয়েছে। বিশেষ করে সন্ধে নামলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ে।

  • Link to this news (এই সময়)