খেলতে খেলতে গলায় ঢুকে গিয়েছিল একটি কয়েন। শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল ডায়মন্ড হারবারের বসুলডাঙা এলাকার বাসিন্দা এক ৭ বছরের শিশুর। চিন্তায় পড়ে গিয়েছিল শিশুটির পরিবার। তড়িঘড়ি শিশুটিকে নিকটবর্তী ‘সেবাশ্রয়’ ক্যাম্পে নিয়ে যায় তার মা-বাবা। চিকিৎসকদের তৎপরতায় শিশুটিকে ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
শিশুটির বাবা হোসেন খান বলেন, ‘আমার ছেলে খেলতে খেলতে একটি কয়েন গিলে ফেলেছিল। আমরা ওকে বসুলডাঙার সেবাশ্রয় শিবিরে নিয়ে আসি। সেখান থেকে চিকিৎসকরা ডায়মণ্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে আমরা সম্পূর্ণ সহায়তা ও যত্ন পেয়েছি। আমি কৃতজ্ঞ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।’
শিশুটির দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে অভিষেক লেখেন, ‘ডাক্তারদের দ্রুত হস্তক্ষেপের কারণে শিশুটিকে দ্রুত ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। আমরা স্বস্তির সঙ্গে জানাচ্ছি শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে।’
উল্লেখ্য, ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে প্রায় এক লক্ষের বেশি মানুষ স্বাস্থ্য শিবিরগুলি থেকে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। বর্তমানে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে ৪২টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। ধাপে ধাপে বাকি বিধানসভা কেন্দ্রেও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে।