এই সময়: কলকাতার অপরিসর জায়গায় আগুন লাগলে এ বার মোটরবাইক নিয়ে মোকাবিলা করবে দমকল। এ জন্য বেশ কয়েকটি বিশেষ ভাবে তৈরি মোটরবাইক কেনা হয়েছে। সেগুলি জলের পাইপ নিয়ে অলিগলিতে ঢুকে যেতে পারবে। ফলে ঘিঞ্জি এলাকায় আগুন লাগলেও সেখানে জল পৌঁছতে আর বেগ পেতে হবে না দমকলকে।
কলকাতার ঘিঞ্জি এলাকার বস্তি এবং গোডাউনে সম্প্রতি একের পর এক অগ্নিকাণ্ড ঘটেছে। কেন বারবার আগুন লাগছে এবং কী ভাবে তার মোকাবিলা করা যায়, তা জানতে পুলিশ ও দমকলকে নিয়ে একটি কমিটি তৈরি করে প্রশাসন। সেই কমিটিই সুপারিশ করে, শহরের অপরিসর এলাকায় আগুনের মোকাবিলা করতে প্রয়োজন ছোট মাপের গাড়ি, যা অন্তত প্রাথমিক ভাবে আগুন আয়ত্তে আনতে পারবে। সেই প্রস্তাব মেনে ৫০টি ছোট গাড়ি কেনা হয়েছে। বৃহস্পতিবার যেগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দমকল সূত্রের খবর, এর মধ্যে ২৫টি গাড়ি ৫০০০ লিটার করে জলধারণের ক্ষমতা রাখে। বাকি ২৫টি আরও ছোট মাপের গাড়ির প্রতিটির জলধারণ ক্ষমতা ২৫০০ লিটার করে।
বিশেষজ্ঞ কমিটি প্রাথমিক রিপোর্টে গোডাউনে আগুন লাগার নেপথ্যে অগ্নিবিধি না–মানা, বিপুল পরিমাণে দাহ্যবস্তু জমিয়ে রাখাকে দায়ী করা হয়েছে। বস্তিতে আগুন লাগার ক্ষেত্রে বেআইনি ভাবে বিদ্যুতের ব্যবহার, নিয়ম না–মেনে রান্নার গ্যাসের ব্যবহারের উল্লেখ রয়েছে।
এই রিপোর্টের ভিত্তিতে বস্তির বাসিন্দা এবং গোডাউন মালিকদের সচেতন করার পরিকল্পনা করেছে দমকল। দমকল মন্ত্রী সুজিত বসুর কথায়, ‘সচেতনতার অভাব তো আছেই। পাশাপাশি যে বিধিগুলি মানার কথা, সে সব না–মানার কারণেও আগুন বিধ্বংসী আকার নিচ্ছে।’ তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় ফায়ার অডিটও করা হচ্ছে তাঁদের তরফে।