• আজ আনন্দবাজার অনলাইনে
    আনন্দবাজার | ১০ জানুয়ারি ২০২৫
  • ‘ডি’ ফর ‘দাউদ’ আর নয়। এখন ‘ডি’ ফর ‘ডিজিটাল’। আধুনিকতার এই অভিজ্ঞান শুধু মানুষের দৈনন্দিন চলতি জীবনই বদলে দেয়নি, বদলে দিচ্ছে অপরাধের দুনিয়াকেও।

    সম্প্রতি প্রতারণাচক্র আর প্রতারিত মানুষের জীবনে বার বার আসছে ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রসঙ্গ। ঘটনাবলি এতটাই উদ্বেগজনক যে, স্বয়ং প্রধানমন্ত্রী এ নিয়ে সতর্ক করছেন দেশবাসীকে! তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের দক্ষ, অভিজ্ঞ কর্মীও ফাঁদে পড়ে কোটি টাকা খোয়াচ্ছেন।

    তবে ‘ডিজিটাল অ্যারেস্ট’ একটি পদ্ধতি মাত্র। একের পর এক নিত্যনতুন উদ্ভাবনী শক্তির উদয় হচ্ছে অপরাধের দুনিয়াতেও। ফাঁদের বহু ধরন। কী কী ভাবে ফাঁদ পাতছে আধুনিক ডিজিটাল প্রতারকেরা? কী ভাবে সেই ফাঁদ সম্পর্কে সচেতন থাকবেন? সাইবার অপরাধ বিশেষজ্ঞ, এই অপরাধের বিরুদ্ধে কাজ করা প্রাক্তন এবং বর্তমান পুলিশকর্তাদের সঙ্গে কথা বলে আনন্দবাজার অনলাইন শুক্রবার থেকে শুরু করছে সিরিজ়—

    পড়তে থাকুন।

  • Link to this news (আনন্দবাজার)