বোলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান ও আনন্দমেলার সূচনা
বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, বোলপুর: বৃহস্পতিবার শতাব্দীপ্রাচীন বোলপুর উচ্চ বিদ্যালয়ের তিনদিনের বার্ষিক অনুষ্ঠান ও আনন্দমেলার সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলেরই প্রাক্তনী তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের সাংসদ অসিত মাল, পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ সহ বিশিষ্টরা। প্রদীপ জ্জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে এদিন স্কুলের দেওয়াল পত্রিকা ‘সৃজনী’র উদ্বোধন ও বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়। এছাড়া দিনভর কর্মশালা ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান বলেন, সারা বছর পড়ুয়ারা বইমুখী হয়ে থাকে। অথচ আমাদের স্কুলের পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি বহুমুখী প্রতিভার অধিকারী। তাদের সেই বিষয়গুলিতে উৎসাহ দিয়ে বেশি করে তুলে ধরার জন্য নাচ, গান, ছবি আঁকা, নাটক, ক্যুইজ প্রতিযোগিতা প্রভৃতি ইভেন্ট আয়োজন করা হয়েছে। এমনকী, এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করার জন্য বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়, টেকনো ইন্ডিয়া স্কুল সহ শহরের অন্যান্য বিদ্যালয়গুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে অংশগ্রহণ করেছে। আগামী কাল, শনিবার বিদ্যালয়ের প্রাক্তনীদের সমাবেশ ও আনন্দমেলা আয়োজন করা হয়েছে। মেলায় পড়ুয়ারা নিজেদের তৈরি হস্তশিল্প সামগ্রী বিকিকিনি করবে। সব মিলিয়ে স্কুলের ক্যাম্পাস এখন কার্যত চাঁদের হাট। ‘বোলপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তনী’দের পক্ষে তারক বন্দ্যোপাধ্যায় বলেন, বার্ষিক অনুষ্ঠানের পাশাপাশি আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে প্রাক্তনীদের ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলন অনুষ্ঠান হবে।