• ঘাটালে পত্র ও পুষ্প প্রদর্শনী এবং নাট্য উৎসব শুরু
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: বৃহস্পতিবার থেকে ‘ঘাটাল পত্র ও পুষ্প প্রদর্শনী এবং নাট্য উৎসব’ শুরু হল। এদিন ঘাটাল শহরের প্রসন্নকুমার সরকার স্মৃতি মহিলা ও শিশু উদ্যানে মহকুমা পুষ্পপ্রেমী সমিতির উদ্যোগে ওই প্রদর্শনীর সূচনা হয়। তার আগে ‘ফুলের জন্য হাঁটি’ ব্যানারে এক শোভাযাত্রায় মহকুমার বিভিন্ন পেশার মানুষ পা মেলান। তারপর পতাকা তুলে, প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


    ৩৫তম পত্র ও পুষ্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা, ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীর কমিটির সম্পাদক পদে রয়েছেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জগন্নাথ গোস্বামী। ঘাটাল মহকুমা হাসপাতালের প্রাক্তন সুপার শিশির দাস সভাপতির পদে আছেন। তাঁরা জানান, মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে পুষ্পপ্রেমীদের প্রায় ৮০০’র বেশি নানা ধরনের ফুল ও অন্য গাছের টব প্রদর্শনীতে স্থান পেয়েছে। মেলা চত্বরে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী, বিভিন্ন সামগ্রীর পসরা থাকছে। মেলা চলাকালীন মূল মঞ্চে নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান হবে। প্রতিদিন নাটকের ব্যবস্থা থাকছে।


    ঘাটাল শহরের কেন্দ্রস্থলে ওই প্রদর্শনী হওয়ায় রোজ এখানে প্রচুর মানুষের ভিড় হয়। মহকুমা ও তার আশপাশের এলাকা থেকে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা নানা ফুলগাছ, বনসাই দেখতে প্রদর্শনীতে ভিড় জমায়। মেলা কমিটির কোষাধ্যক্ষ লক্ষ্মী দাস বলেন, পত্র ও পুষ্প প্রদর্শনীর শেষদিনের সন্ধ্যায় পিঠেপুলি উৎসবে শহরের প্রচুর মহিলা অংশ নেন। পিঠেপুলি কিনে খাওয়ার জন্য প্রত্যেক বছরই সেখানে ভিড় উপচে পড়ে। এবছরও তার ব্যতিক্রম হবে না।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)