• পালিয়ে যাওয়া পোষা কাকাতুয়া ধরতে গিয়ে পুকুরে তলিয়ে যুবকের মৃত্যু
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: খাঁচা থেকে পালিয়ে গিয়েছিল পোষা কাকাতুয়া। সেই শখের কাকাতুয়া ধরতে গিয়ে পুকুরের জলে তলিয়ে মারা গেলেন এক যুবক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার জাড়া গ্রামে। মৃত যুবকের নাম শ্রীরাম রুইদাস। চন্দ্রকোণা-১ বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস বলেন, দু’জন ডুবুরিকে আনা হয়। তাঁরা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে শ্রীরামবাবুকে উদ্ধার করতে পারেননি। অবশেষে মাছ ধরার জাল ফেলে তাঁর দেহ উদ্ধার হয়।  শ্রীরামবাবু পেশায় ভ্যানচালক। তাঁর স্ত্রী ও তিন কন্যা রয়েছে। ছোটবেলা থেকেই তাঁর পাখি পোষার শখ ছিল। কয়েক বছর আগে তিনি কলকাতা থেকে দু’টি কাকাতুয়া কিনে নিয়ে এসে খাঁচায় রেখে পুষছিলেন। শ্রীরামবাবুর বাবা গৌর রুইদাস জানান, ছেলে চরম ব্যস্ততার মধ্যেও নিজের হাতেই পাখি দু’টির পরিচর্যা করত। এদিন সকালে শ্রীরামবাবু কাজে বের হওয়ার আগে বাজার থেকে পাখি দু’টির জন্য মটরশুঁটি কিনে আনেন। পরিবারের লোকেরা জানান, খাঁচার দরজা খুলতেই একটি পাখি উড়ে যায়। বাবা গৌরবাবু জানান, তখনই ছেলে পাখিটি ধরার জন্য পিছু পিছু ছুটতে শুরু করে। বাড়ির সামনেই বিশাল একটি পুকুর আছে। পুকুরের জলে খুঁটি মতো কিছু একটা পোঁতা ছিল। সেখানে কাকাতুয়াটি বসতেই শ্রীরাম জলে নেমে পড়ে। তখনই সে তলিয়ে যায়। স্থানীয়রা জানান, পুকুরটি বড় এবং খুবই গভীর। পুকুরে নেমে ওই যুবকের সন্ধানে তল্লাশি করা সম্ভব হয়নি। তাই সঙ্গে সঙ্গে পুলিস ও প্রশাসনকে খবর দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে পুকুরে তল্লাশির জন্য ডুবুরি আনার ব্যবস্থা করা হয়।
  • Link to this news (বর্তমান)