• দুর্গাপুর স্টেশনবাজার থেকে আগ্নেয়াস্ত্র সহ ৫ দুষ্কৃতী গ্রেপ্তার
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা,দুর্গাপুর: বুধবার দুর্গাপুর স্টেশন বাজার এলাকা থেকে পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে কোক ওভেন থানার পুলিস। ধৃতদের কাছ থেকে মোট তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে একটি আগ্নেয়াস্ত্র নকল। এছাড়াও ১০ রাউন্ড কার্তুজ ও ৫টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম বিজয় সাহা, রঞ্জিত রবিদাস, সন্তোষ দাস ও ভিকি সাহ ও দীপক দাস। এর মধ্যে প্রথম চারজনের বাড়ি বিহারের জেমুই জেলার ঝাঝা থানা এলাকায়। আর দীপক দাসের বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। দীপক পেশায় রংমিস্ত্রি। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক তাদের চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।


    পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ট্রেনে পাঁচজন দুষ্কৃতী দুর্গাপুর স্টেশনে নামে। সেখান থেকে তারা স্টেশনবাজার এলাকায় যায়। গোপন সূত্রে খবর পেয়ে কোক ওভেন থানার ওসি মইনুল হক ২০জন পুলিস কর্মীকে নিয়ে বাজার চত্বরে হানা দেয়। দুষ্কৃতীরা পুলিস দেখে পালানোর চেষ্টা করে। পুলিসের সঙ্গে দুষ্কৃতীদের ধস্তাধস্তি শুরু হয়। অবশেষে তাদের গ্রেপ্তার করা হয়।  ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান, নাইন এমএম পিস্তল, একটি খেলনা পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। পুলিস জানতে পেরেছে, ধৃত রংমিস্ত্রি বাড়ি রং করার জন্য ঠিকা নিত। এরপর সংশ্লিষ্ট বাড়ি রেইকি করতো সে। তার পরে বিহারের ওই দুষ্কৃতীদের খবর দিত। আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে চারজনের বাড়ি বিহারে আর একজনের বাড়ি এ রাজ্যে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই গ্যাংয়ে আর কেউ আছে কিনা জানা যাবে।
  • Link to this news (বর্তমান)