• সবুজায়নের বার্তা দিতে সাইকেলে বিশ্বভ্রমণে মুর্শিদাবাদের যুবক
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: ‘প্যাডেল ফর গ্রিন, রাইড ফর হেলথ’, স্লোগানকে সামনে রেখে বাইসাইকেলে বিশ্ব ভ্রমণে বেরলেন মুর্শিদাবাদ জেলার লালগোলার যুবক প্রসেনজিৎ দাস(জোজো)। তাঁর উদ্দেশ্য, উষ্ণায়নের বিপদ থেকে বাঁচতে পৃথিবীকে সবুজ করার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া। দু’বছর ধরে বিশ্ব ভ্রমণ করে দেশে ফেরার পরিকল্পনা করেছেন তিনি। ৪ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে প্রসেনজিৎবাবু বেরিয়ে পড়েন। বহরমপুর, জলঙ্গি হয়ে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক ধরে নদীয়া জেলায় এসেছেন। ৯ তারিখ সন্ধ্যায় বেতাই বাজার পেরিয়ে তেহট্টে রাত্রিযাপন করবেন। এভাবেই গড়ে প্রতিদিন ১০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন তিনি।  রাস্তার পাশে গজিয়ে ওঠা বিভিন্ন গাছের চারা সংগ্রহ করবেন। যেখানে রাত্রি যাপন করবেন, সেই এলাকার কোনও এক জায়গায় নিজ হাতে একটি বৃক্ষরোপণ করবেন। নয়তো কারও হাতে একটি চারা তুলে দেবেন। প্রসেনজিৎবাবু বলেন, সাইকেল চালানো শরীরের জন্য ভালো। তাই উষ্ণায়ন রুখতে গাছ লাগানোর বার্তা বিশ্বের দরবারে পৌঁছে দিতে সাইকেলকেই বেছে নিয়েছি। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পশ্চিম এশিয়ার সৌদি আরব সহ নানা দেশে যাব।
  • Link to this news (বর্তমান)