প্রতিনিধি, শিলিগুড়ি: ২৪ ঘণ্টা পর সূর্যের ঝলক দেখা গেলেও উত্তরবঙ্গে ঠান্ডার দাপট কমেনি। বৃহস্পতিবার দার্জিলিং পাহাড়ের রাজভবন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে শূন্য ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে পাহাড়ে সূর্যের দেখা মিললেও কনকনে ঠান্ডা হাওয়া ছিল। এদিকে, ২৪ ঘণ্টা পর শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের সমতলভাগে সূর্যের দেখা মেলে। দুপুরের পর থেকেই সমতলভাগে ঠান্ডার দাপট বেড়েছে। রাতে শরীরে কার্যত কাঁপনি ধরে যায়। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, এখন দিনে রোদ উঠলেও রাতে ঠান্ডার তীব্রতা বাড়বে। আগামী সোমবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে। সোমবার আরএকটি পশ্চিমীঝঞ্ঝা সক্রিয় হবে। যার জেরে মঙ্গল ও বুধবার পাহাড়ের উঁচু উপত্যকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।