উন্মোচিত লোগো, অনুষ্ঠিত হতে চলেছে প্রথম জলপাইগুড়ি উৎসব
বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে ‘জলপাইগুড়ি উৎসব’। আগামী ২২-২৫ জানুয়ারি শহরের মিলন সঙ্ঘের মাঠে জেলা প্রশাসনের তরফে ওই উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার উৎসবের লোগো উন্মোচন করেন জেলাশাসক শমা পারভীন। ছিলেন জেলা পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
বাংলা ব্যান্ডের পাশাপাশি নামী শিল্পীদের যেমন আমন্ত্রণ জানানো হচ্ছে, তেমনই জেলার বিভিন্ন জনজাতির শিল্পীরাও শামিল হবেন এই উৎসবে। উৎসবকে অন্যমাত্রা দিতে থাকছে হ্যাপি স্ট্রিটের মতো ভাবনা। যেখানে প্রত্যেকেই নিজের মতো করে পারফরম্যান্স করতে পারবেন। ছবি আঁকা, নাচ-গান, নাটক, যোগ ব্যায়াম, জুম্বা যাঁর যেমন খুশি, তেমনটাই করা যাবে। ২৫ তারিখ জলপাইগুড়ি উৎসবের মধ্যে দিয়েই পালন করা হবে জাতীয় ভোটার দিবস। ওইদিন থাকছে ‘জলপাইগুড়ি রান’। ১০ কিমি, ৫ কিমি দৌড়ের পাশাপাশি ‘ওয়াক ফর ফান’ থাকছে ২ কিমি। ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে সচেতনতা গড়ে তোলার সঙ্গে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে বার্তা দেওয়া হবে ওই দৌড়ের মাধ্যমে।
আজ, শুক্রবার থেকে অনলাইনে জলপাইগুড়ি রান-এর জন্য নাম রেজিস্ট্রেশন শুরু হবে। এদিন জেলাশাসকের দপ্তরের কনফারেন্স হলে স্ক্রিনে জলপাইগুড়ি উৎসবের টিজারও দেখানো হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যিনি ওই টিজার সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবেন, তাঁকে জেলা প্রশাসনের তরফে বিশেষভাবে পুরস্কৃত করা হবে বলে এদিন ঘোষণা করেন জেলাশাসক।