• ফাটাপুকুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত মার্কেট কমপ্লেক্স পরিত্যক্ত, ক্ষোভ
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রাজগঞ্জ: ফাটাপুকুরে বাম আমলে কোটি টাকা ব্যয়ে বানানো মার্কেট কমপ্লেক্স বর্তমানে অসামাজিক কাজের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। প্রায় রাতেই মার্কেট কমপ্লেক্সের ঘরে অসামাজিক কাজকর্ম হয় বলে স্থানীয়দের অভিযোগ। দিনেও মদ, জুয়ার আসর বসে। গ্রামবাসীদের প্রশ্ন, এত টাকা খরচ করে মার্কেট কমপ্লেক্স বানানোর পরেও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কেন স্টলগুলি বণ্টন করা হল না। যদিও রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির দাবি, শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ করা হবে। 


    স্থানীয় ব্যবসায়ী মাধাই দাস, বিশ্বজিৎ দে প্রমুখ বলেন, বহুদিন আগে কয়েক লক্ষ টাকা খরচ করে মার্কেট কমপ্লেক্সটি বানানো হয়েছিল। মার্কেটের ঘরগুলি বণ্টন করা হবে বলে পঞ্চায়েত সমিতির তরফে ঘোষণাও করা হয়েছিল। ব্যবসায়ীরা ঘর পাওয়ার জন্য প্রক্রিয়া মেনে আবেদন করেছিলেন। কিন্তু ওখানেই শেষ। তারপরে দীর্ঘদিন কেটে গেলেও মার্কেট কমপ্লেক্সে ঠাঁই হয়নি কোনও ব্যবসায়ীর। কি কারণে ঘর বিলি করা হল না তা প্রশাসনিক কর্তারাই বলতে পারবেন। বর্তমানে পড়ে থাকা ঘরগুলি অসামাজিক কাজকর্মের আখড়ায় পরিণত হয়েছে। 


    ফাটাপুকুরের মার্কেট কমপ্লেক্সের ঘরগুলি বণ্টন হলে স্থানীয় ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেত। এ বিষয়ে পানিকাউরি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার বলেন, বিষয়টা আমার নজরে আছে। ওই মার্কেট কমপ্লেক্সেটি পুনরায় সংস্কারের প্রয়োজন আছে। এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনা করা হবে। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি দে সরকার বলেন, বিষয়টি নজরে আছে। যত তাড়াতাড়ি সম্ভব পরিত্যক্ত স্টলগুলি মেরামত করে বণ্টন করার উদ্যোগ নেওয়া হবে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)