• পানিট্যাঙ্কিতে সীমান্ত পরিদর্শনে স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার ভারত-নেপাল সীমান্ত পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি ভারত ও নেপালের সম্পর্ক নিয়ে ভুয়সী প্রশংসা করেন। খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কি সীমান্তে আসেন মন্ত্রী। প্রথমে তিনি পানিট্যাঙ্কির পুরনো সেতুতে হেঁটে ভারত-নেপাল সীমান্ত ঘুরে দেখেন। এরপর সেখান থেকে গৌর সিং জোতে এসএসবির বিওপিতে আসেন। কর্তব্যরত এস‌এসবি জওয়ানদের সঙ্গে কথা বলে সীমান্তের পরিস্থিতির ব্যাপারে খোঁজখবর নেন। সেখানে সীমান্তের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী জ‌ওয়ানদের নিয়ে সীমান্তের বিভিন্ন এলাকায় ঘোরেন। 


    সীমান্তের নেপালি, রাজবংশী ও আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক নৃত্য উপভোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। এসএসবি জ‌ওয়ানরাও এদিন সঙ্গীত পরিবেশন করেন। পরে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী বলেন, নেপাল ও ভুটান দুই মিত্র দেশের সীমান্তে এস‌এসবি জ‌ওয়ানরা মোতায়েন রয়েছেন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এসএসবি সামাজিক কাজেও এগিয়ে আছে। আমি সিকিম যাব। তারজন্য বাগডোগরা বিমানবন্দরে নেমেছি। পানিট্যাঙ্কির নেপাল সীমান্তের জ‌ওয়ানদের সঙ্গে কথা হল। সীমান্তের বাসিন্দাদের সঙ্গেও কথা হয়েছে। তাঁদের কাছ থেকে জানতে পেরেছি এসএসবি সামাজিক কাজে যথেষ্ট অবদান পালন করছে। নেপাল ও ভারতের ভ্রাতৃত্বের সম্পর্ক। এই সম্পর্ক বহুদিনের। যদিও বাংলাদেশ প্রসঙ্গ তুলতেই কোনও মন্তব্য করবেন না বলে মন্ত্রী জানিয়ে দেন।
  • Link to this news (বর্তমান)