• হবু ডাক্তারদের কীর্তি, এসির ডাক্ট পাইপ থেকে উদ্ধার নকলের চিরকূট
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার মেডিক্যালে চলছে হবু ডাক্তারদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা। নকলের অভিনব পথ খুঁজছেন তাঁদের একাংশ! নকলের জন্য এসির ডাক্ট পাইপ ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষার আগে মহারাজ জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজের একটি ঘরের এসির ডাক্ট পাইপের ভিতর থেকে নকল বের করা হয়। তবে এই নকল ঠিক কখন রাখা হয়েছিল তা অবশ্য স্পষ্ট নয়। রীতিমতো ইঞ্জিনিয়ার নিয়ে এসে এসির ভিতর থেকে নকল বের করা হয় বলে মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। 


    উল্লেখ্য, দু’দিন আগে নকলে বাধা দেওয়ার পর মেডিক্যাল কলেজের শৌচাগারে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই দিনই হস্টেলের একটি সিসি ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছিল। গত দু’দিনের পরীক্ষায় নকলের অভিযোগে বেশ কয়েকজ পরীক্ষার্থীর খাতা পরিবর্তন ও একজনের খাতা বাতিল করে দেওয়া হয়। ডাক্তারির মতো পরীক্ষায় এমন টোকাটুকির অভিযোগ, খাতা পরিবর্তন প্রভৃতি ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। 


    কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল বলেন, বৃহস্পতিবার কোনও পরীক্ষার্থীর খাতা বাতিল হয়নি। তবে এদিন পরীক্ষা হলে থাকা এসির ডাক্ট পাইপের মুখ থেকে নকল উদ্ধার করা হয়েছে। আমরা সবদিকই খতিয়ে দেখছি। 


    মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের নির্দেশে পরীক্ষা হল থেকে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। পরীক্ষা হলে ঢোকার আগে পরীক্ষার্থীদের দেহে তল্লাশি করা হচ্ছে। নকল রুখতে সব ধরনের ব্যবস্থাই করা হয়েছে। কিন্তু তার পরেও একাংশ হবু চিকিৎসক পরীক্ষায় নকলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁদের সহায়তা করার জন্য আবার একাংশ হবু চিকিৎসক এগিয়ে আসছেন। নকলের কড়াকড়ি যে পছন্দ নয়, সেটা বোঝাতেই সম্প্রতি সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, শৌচাগারে ভাঙচুরের মতো ঘটনা ঘটছে।
  • Link to this news (বর্তমান)