• অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়মের অভিযোগ
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া-১ ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের বলদিয়াপুকুর গ্রামের ফৌজি মোড় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, এই কেন্দ্রে নিম্নমানের খাবার বিলি করা হচ্ছে। সেইসঙ্গে গর্ভবতীদের সপ্তাহে পাঁচদিন অর্ধেক ডিম দেওয়া হয়। সরকারি নিয়ম মেনে কেন্দ্র চালাতে হবে। বিডিও রাকেশ টোপ্পো বলেন, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 


    স্থানীয় বাসিন্দা কমলা খাতুন বলেন, এই সেন্টারে গর্ভবতীর অর্ধেক ডিম দেওয়া হচ্ছে। অথচ আশেপাশের কেন্দ্রে গোটা দেওয়া হয়। খাবারও নিম্নমানের। 


    যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জাহানারা বিবির কথায়, আজকে বাজার করা হয়নি বলে খিচুড়িতে সব্জি দেওয়া হয়নি। ডিম ভেঙে বা নষ্ট হয়ে গেলে সবাইকে দেওয়ার জন্য অর্ধেক দিতে হয় মাঝে মধ্যে। 


    রতুয়া-১ ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক গোলাম মাহাবুব বলেন, ওই কেন্দ্রের কর্মীকে অফিসে ডাকা হয়েছে। দপ্তর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
  • Link to this news (বর্তমান)