সংবাদদাতা, উলুবেড়িয়া: বৃহস্পতিবার উদয়নারায়ণপুরের চাষিদের কাছ থেকে সরাসরি ফুলকপি কেনা শুরু করল রাজ্যের কৃষি বিপণন দপ্তর। প্রশাসন সূত্রে খবর, এদিন তারা সাড়ে চার হাজার ফুলকপি কিনেছে। এদিন ভোরে উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডে হাজির হন হাওড়া জেলা রেগুলেটেড মার্কেটিং কমিটির সদস্যরা। সঙ্গে ছিলেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন, সহ সভাপতি লক্ষ্মীকান্ত দাস সহ অন্যান্যরা। সূত্রের খবর, ফুলকপির সাইজ অনুযায়ী ৫ থেকে ৯ টাকার মধ্যে কেনা হয়েছে। লক্ষ্মীকান্ত দাস বলেন, সাড়ে চার হাজার ফুলকপি সরাসরি চাষিদের কাছ থেকে কেনা হয়েছে। আশানুরূপ দাম পেয়ে চাষিরা খুশি। প্রসঙ্গত, কয়েকদিন ধরেই উদয়নারায়ণপুরের চাষিরা বাজারে ২-৩ টাকা দরে ফুলকপি বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আসায় চাষিদের থেকে সরাসরি ফুলকপি কেনার সিদ্ধান্ত নেয় কৃষি বিপণন দপ্তর।