• আইজি প্রোমোশন পেলেন চার আইপিএস অফিসার
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইজি পদে প্রোমোশন পেলেন এরাজ্যের চারজন আইপিএস অফিসার। ডিআইজি উৎপল নস্কর, ফারহাত আব্বাস, অঞ্জন চক্রবর্তী, উজ্জ্বলকুমার ভৌমিক এবার আইজি পদে প্রোমোশন পেয়েছেন। প্রোমোশন পেলেও, আপাতত তাঁদের বর্তমান পদে থেকেই কাজ চালাতে হবে। রাজ্য পুলিসের এক সূত্র জানাচ্ছে, গঙ্গাসাগর মেলা শেষে এরাজ্যের পুলিস প্রশাসনে বড়সড় বদলি হওয়ার কথা রয়েছে। তাই আইপিএসদের প্রোমোশন দেওয়া হলেও নতুন জায়গায় বদলি করা হয়নি।  
  • Link to this news (বর্তমান)