• তথ্য ছাড়াই মামলা! ভর্ৎসনার মুখে অধীর
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিভিসির জল ছাড়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের তরজা। আর সেই বিষয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে কার্যত ভর্ৎসনার মুখে পড়তে হল। অবশেষে তিনি মামলাটি প্রত্যাহার করতে একরকম বাধ্য হয়েছেন। 


    জল ছাড়া বিতর্ক নিয়ে গত বছর জনস্বার্থ মামলা করেছিলেন অধীর। জনস্বার্থ মামলা সাধারণত তথ্য বহুল হওয়াই বাঞ্ছনীয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে দেখা যায়, কোনওরকম তথ্য ছাড়াই তিনি সেই মামলাটি দাখিল করেছেন। যে কারণে অধীরের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘প্রথমে আপনার তথ্য সংগ্রহ করা উচিত। দু’টি সংবাদপত্রের  খবর তুলে ধরে মামলা করেছেন। কত জল সেখানে সংরক্ষণ করা হয়? কখন ডিভিসির জল ছাড়ে? জল ছাড়ার ক্ষেত্রে কী পদ্ধতি মানা হয়? সেসব তথ্য কোথায়?’ 


    এরপরই প্রধান বিচারপতি বলেন, ‘আপনি চার বারের সাংসদ। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। আপনি ভালোই জানেন কীভাবে কাজ করতে হয়। আপনার হাইকোর্টের সাহায্যের দরকার নেই।’ সেইসঙ্গে প্রধান বিচারপতি মনে করিয়ে দেন, ‘আপনি আগেও জনস্বার্থ মামলা করেছেন। দিনভর আপনার সওয়াল শুনেছি। নির্দেশও দিয়েছি। কিন্তু এই মামলার গ্রহণযোগ্যতা নেই। মামলাটি প্রত্যাহার করে নিন।’
  • Link to this news (বর্তমান)