নিজস্ব প্রতিনিধি, হাওড়া: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি। তবে আরপিএফ আধিকারিকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেলেন এক যাত্রী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার রেল স্টেশনে। রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ শালিমার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সম্বলপুর মহিমাগোঁসাই এক্সপ্রেস ছাড়ে। প্ল্যাটফর্মে তখন যাত্রীদের ভিড়। উপস্থিত ছিলেন রেল পুলিসের কর্মী-আধিকারিকরাও। প্ল্যাটফর্মে ট্রেন খানিকটা গতি তুলতেই আচমকা দৌড়তে দৌড়তে এসে চলন্ত ট্রেনের জেনারেল বগিতে ওঠার চেষ্টা করেন এক যাত্রী। স্টেশনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ একটি পা ফস্কে যায় ওই যাত্রীর। তাঁর একটি হাত ট্রেনের দরজার হাতল ধরে থাকার কারণে পড়ে গিয়ে বেশ কিছুটা ছিটকে এগিয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন কর্তব্যরত আরপিএফ আধিকারিক এন সি মোহন্ত। যাত্রীর হাত টেনে ধরে কোনওক্রমে প্ল্যাটফর্ম ও ট্রেনের চাকার মাঝে পড়ে যাওয়া থেকে তাঁকে বাঁচান। পরে যাত্রীকে নিরাপদে ট্রেনে তুলে দেওয়া হয়। যদিও ওই যাত্রীর পূর্ণ বিবরণ নিতে পারেনি রেল পুলিস। আরপিএফ আধিকারিকের তৎপরতা ও বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন প্ল্যাটফর্মে উপস্থিত অন্যান্য যাত্রীরা। যাত্রীদের একাংশ বলেন, ‘রেলের তরফে চলন্ত ট্রেনে না ওঠার জন্য বারবার সতর্ক করা হলেও, কিছু মানুষ তা মানেন না। প্রাণের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।’