• ৯ কোটির বেশি টাকায় সংস্কার হচ্ছে ৭০টি আইসিডিএস কেন্দ্র
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: কোনও আইসিডিএসের ছিল না স্থায়ী ভবন। আবার কোনও কেন্দ্রের ঘর যা ছিল সেটি ভগ্নপ্রায়। তেমন জায়গাতেই দিনের পর দিন ধরে ঝুঁকি নিয়ে চলছিল কেন্দ্র। তাই জেলার ৭০টি আইসিডিএস কেন্দ্র সংস্কারের কাজে হাত দিয়েছে জেলা নারী ও শিশু কল্যাণ দপ্তর। এজন্য প্রায় সাড়ে ন’কোটি টাকা ব্যয় হচ্ছে। সেই কাজ চলছে জোরকদমে। একতলা বিশিষ্ট কিছু আইসিডিএস কেন্দ্রকে মডেল সেন্টার করা হচ্ছে। সেখানে থাকবে বিভিন্ন ছবি। এর ফলে শিশুমন আকৃষ্ট হবে। পাশাপাশি আইসিডিএসে নিজেদের উৎপাদিত শস্য খাবারের সঙ্গে দেওয়ার কথাও ভাবছে দপ্তর। এনিয়ে জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, জেলার বেশ কিছু আইসিডিএস সেন্টার ভগ্নপ্রায়। সেগুলির সংস্কার হচ্ছে। কিছু মডেল আইসিডিএসও তৈরি হচ্ছে। আগামী দিনে আরও বেশ কিছু কেন্দ্র তৈরির ভাবনা রয়েছে। এদিকে, বারাসত ২-এর সিডিপিও রাজশেখর পান্ডে বলেন, গোটা জেলার মতো আমাদের ব্লকেও এই কাজ হচ্ছে। অনেক ক্ষেত্রে কাজ শেষ পর্যায়ে। আশা করছি এর ফলে শিশুদের আরও বেশি করে আমরা কেন্দ্রে আনতে পারব। (শুরু হয়েছে সংস্কার। -নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)