• ঝাড়গ্রামে ডাক্তারের মৃত্যু, মুখবন্ধ খামে রিপোর্ট চাইল কোর্ট
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের মৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আর জি করের ঘটনার আবহে গত ৭ নভেম্বর ঝাড়গ্রামের রঘুনাথপুরে একটি লজের ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল ওই চিকিৎসকের দেহ। দেহের পাশে একটি সিরিঞ্জও পাওয়া গিয়েছিল। জানা যায়, তিনি মৃত্যুর আগে এসএসকেএমে কর্মরত তাঁর স্ত্রীকেও মেসেজ করেছিলেন। মৃত্যুর ঘটনায় থ্রেট কালচারের বিষয়টি জড়িত কি না, তা নিয়ে প্রশ্ন তুলে  হাইকোর্টে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ  রাজ্যকে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, এই সংক্রান্ত ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখা হবে। তা দেখে বিষয়টি বিবেচনা করা হবে। এদিন রাজ্যের আইনজীবী জানিয়েছেন, ‘এসএমএসের একটা অংশ প্রকাশিত হয়েছে। কিন্তু তার অন্য অংশ সামনে আসেনি। সমস্ত তথ্য ফরেকন্সিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এখনও সেই রিপোর্ট আসা বাকি।’
  • Link to this news (বর্তমান)