• চিড়িয়ামোড়ে লরির ধাক্কায় মৃত পথচারী  
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিৎপুর থানা এলাকার চিড়িয়ামোড়ে পণ্যবাহী লরির ধাক্কায় মৃত্যু এক পথচারীর। মৃতের নাম বকুল দে (৫৫), দমদম রোডের বাসিন্দা। বুধবার রাতে ঘটনাটি ঘটে। চিড়িয়ামোড় পার হওয়ার সময় একটি পণ্যবাহী লরি তাঁকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়লে মাথায় গুরুতর চোট লাগে প্রৌঢ়ার। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। চালক সহ লরিটি আটক করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)