নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিসের সশস্ত্র শাখার এসআইদের তদন্ত করার ক্ষমতা দেওয়া নিয়ে বৃহস্পতিবার ভবানীভবনে এক বৈঠক হয়। রাজ্য পুলিসের এডিজি (প্রশাসন) অজেয় মুকুন্দ রানাডের নেতৃত্বে এই বৈঠক হয়। এদিনের বৈঠকে এএসআই পদে সদ্যনিযুক্ত সন্তোষ ট্রফি জয়ী বাংলার ২১ জন ফুটবলারের ট্রেনিংয়ের বিষয়টিও আলোচিত হয়েছে।