এই সময়, বালুরঘাট: রাত প্রায় দু’টো। বিদ্যুৎ দপ্তরে সাব স্টেশনের পাহারায় তখন সাত জন নিরাপত্তারক্ষী। প্রাচীরের উপরের কাঁটাতার কেটে সন্তর্পণে গোডাউনের মধ্যে ঢুকল লুটেরারা। তার পরেই শুরু হল হামলা। চলল মারধর ও এক রাউন্ড গুলি। নিরাপত্তারক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে পাঁচ লক্ষ টাকার বৈদ্যুতিন সামগ্রী হাতিয়ে চম্পট দিল ডাকাত দল। সেই সঙ্গে হাত–পা বেঁধে একটা ঘরে বন্ধ রাখা হলো রক্ষীদের।
বুধবার রাতে গঙ্গারামপুর ব্লকের গচিয়ার বিদ্যুৎ দপ্তরে সাব স্টেশনের গোডাউনে ঘটেছে এই কাণ্ড। খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার চিন্ময় মিত্তাল–সহ গঙ্গারামপুর থানার আইসি ও এসডিপিও। এসপির কথায়, ‘নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলে জানতে পারি দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। গোটা ঘটনা তদন্ত করে তাদের খোঁজ শুরু হয়েছে। জেলাজুড়ে নাকা পয়েন্টগুলিতে জোরদার তল্লাশি হচ্ছে।’
গুরুতর আহত এক নিরাপত্তারক্ষীকে ভর্তি করানো হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা নেই?
নিরাপত্তারক্ষী বেলদার হোসেন বলেন, ‘বুধবার রাতে ডিউটি করার সময় ২০-২৫ জনের এক ডাকাত দল হাজির হয়। ওদের হাতে পিস্তল ও হাঁসুয়া ছিল। সকলেরই মুখ ঢাকা ছিল। এসেই ওরা আমাদের উপর চড়াও হয়। মারধর করে। এমনকী, গুলিও চালায়। তার পর আমাদের হাত–পা বেঁধে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়।’ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গোডাউন থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছে।
সাব স্টেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভঙ্কর সাহা বলেন, ‘খবর পেয়ে এখানে এসে দেখি, আমাদের কর্মীদের মারধর করে তাঁদের বেঁধে রাখা হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।’ এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।