• চিকিৎসকদের সঙ্গে ফের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৫
  • এই সময়: ফের চিকিৎসকদের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য প্রেক্ষাগৃহে আগামী ২৪ ফেব্রুয়ারি প্রায় ২০০০ চিকিৎসকের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন তিনি। এমন উদ্যোগ রাজ্যে এই প্রথম। তবে স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটির ডাকে আয়োজিত ওই অধিবেশনে কোনও চিকিৎসক সাংগঠনিক ব্যানার ব্যবহার করতে পারবেন না।

    আলোচনা হবে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির লক্ষ্যে এবং চিকিৎসকদের অভিযোগের নিরসনে। ডাক্তারদের উপস্থিতি হবে আমন্ত্রণ ভিত্তিক। দল, মত, রং নির্বিশেষে এই আমন্ত্রণ জানানো হবে বলে খবর স্বাস্থ্যভবন সূত্রে।

    আরজি করে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর আন্দোলনে নেমেছিলেন জুনিয়ার ডাক্তাররা। করেছিলেন কর্মবিরতি। তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন সিনিয়ার ডাক্তাররাও। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের প্রশ্নে সব স্তরের চিকিৎসক এক সুরে গলা মিলিয়েছিলেন।

    তখন দু'বার মুখ্যমন্ত্রী সঙ্গে জুনিয়র ডাক্তাররা বৈঠকও করেছিলেন। সে সময়ে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, চিকিৎসকদের অভিযোগ শোনার জন্য চিকিৎসকদের নিয়েই একটি রাজ্য স্তরের অভিযোগ নিরসন কমিটি তৈরি করে দেয় সরকার। বৃহস্পতিবার সেই কমিটির তরফে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকেই আগামী ২৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী-চিকিৎসক সাক্ষাতের কথা জানানো হয়।

    কমিটির চেয়ারম্যান সৌরভ দত্ত জানান, গত মাস দুয়েকে তাঁরা চিকিৎসকদের থেকে অনেক অভিযোগ পেয়েছেন। সেগুলোর কোনওটা সুরক্ষা সম্পর্কিত তো কোনওটা আবার পরিকাঠামোর ঘাটতি সম্পর্কিত। সেই সব অভিযোগ পেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের ফের একটি বৈঠকের তাগিদ অনুভব করেন তাঁরা। সেইমতো প্রস্তাব যায় মুখ্যমন্ত্রীর কাছে।

    সেই প্রস্তাব তিনি গ্রহণ করার পর নবান্নের সঙ্গে আলোচনায় আগামী ২৪ ফেব্রুয়ারি সেই বৈঠকের দিনক্ষণ ধার্য হয়। বেলা ১১টা থেকে শুরু হবে ওই সমাবেশ। তাতে উপস্থিত থাকবেন বিভিন্ন মেডিক্যাল কলেজের সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের পাশাপাশি জেলা ও মহকুমা স্তরের চিকিৎসকরা।

  • Link to this news (এই সময়)