বৃহস্পতিবার মধ্যরাতে বাঁকুড়া শহরের একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মৃত্যু হলো এক দম্পতির। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ওই দম্পতির মেয়ে এবং দুই নাতনি।
দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের লালবাজারের মাঝি পাড়ায়। মৃত ২ প্রবীণের নাম নিতাই চন্দ্র পাল (৭০), মিনা পাল (৬২)। প্রতিবেশীরা জানাচ্ছেন, বৃহস্পতিবার রাতে বিকট আওয়াজ শুনতে পান তাঁরা। কয়েকজন বাইরে বেরিয়ে দেখেন, পাল বাড়ি দাউদাউ করে জ্বলছে। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। খবর দেওয়া হয়েছিল দমকল দপ্তরে। বৃহস্পতিবার ভোর রাতে দমকল বাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আগুন। কী কারণে আগুন লাগল? তা স্পষ্ট নয়। এই অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী।
স্থানীয় সূত্রে খবর, লালবাজারের মাঝি পাড়ার পাল দম্পতি এক মেয়ে এবং দুই নাতনিকে নিয়ে থাকতেন। এক নাতনি একাদশ এবং অন্যজন অষ্টম শ্রেণিতে পড়েন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে বা শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। বাড়ির বাইরে বার হওয়ার সুযোগ পাননি কোনও সদস্যই। পরিবারের ৫ জনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক নিতাই এবং মিনাকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা সেখানেই চিকিৎসাধীন। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কী কারণে এই আগুন লাগল? পুলিশ এবং দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। বিস্তারিত তদন্তের পরেই কারণ নিশ্চিত করা সম্ভব।