• সিজ়ারের পর অসুস্থ একাধিক প্রসূতি, মৃত ১, পরিজনদের বিক্ষোভে উত্তাল মেদিনীপুর মেডিক্যাল
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৫
  • সিজ়ার হওয়ার পরেই অসুস্থ একের পর এক প্রসূতি। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের, অভিযোগ তাঁদের পরিবারের। শুক্রবার ভোরে এক প্রসূতির মৃত্যু হওয়ার পর হাসপাতালের বাইরে শুরু হয় বিক্ষোভও। ঘটনাস্থলে মোতায়েন বিরাট পুলিশ বাহিনীও। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চিকিৎসকরা ঘটনার তদন্ত করবেন। 



    অভিযোগ, বুধবার রাতে সিজ়ার হওয়া ৬ জন প্রসূতি বৃহস্পতিবার সকাল থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানান্তরিত করা হয় ICU-তে। ভেন্টিলেশনে রাখা হয় ৩ জনকে। তাঁদের মধ্যেই এক প্রসূতির মৃত্যু হয় শুক্রবার ভোরে। মৃত প্রসূতির নাম মামণি রুইদাস। তাঁর বাড়ি গড়বেতা থানা এলাকায়। বাপের বাড়ি কেশপুর থানা এলাকায়। 

    বুধবার রাতে সিজ়ারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। তাঁর এক কন্যা সন্তানও রয়েছে। এ দিকে প্রসূতি মৃত্যুর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রসূতির পরিবারের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ায় মৃত্যু হয়েছে মামনির। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন,  সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে কয়েকজন চিকিৎসককে নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশের বড় বাহিনী।

    চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালেই হাসপাতালের সুপার জয়ন্ত রাউতের কাছে অভিযোগ জানিয়েছেন প্রসূতিদের স্বামীরা। বৃহস্পতিবার বিকেলে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ।  কিন্তু সেই সময় এই ছয় প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের প্রত্যেককেই ICU-তে স্থানান্তরিত করা হয়। ৩ জনকে ভেন্টিলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করতে হয় বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁদের মধ্যেই ১ জনের মৃত্যু হয় এবং বাকিরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।  

    হাসপাতাল সুপার জয়ন্ত রাউত বলেন, ‘একটি অভিযোগ উঠেছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। একটি মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে।’ স্যালাইনের কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা এখনই বলা সম্ভব নয় বলে জানাচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘রিপোর্ট সামনে আসার পরেই এই নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব।’

  • Link to this news (এই সময়)