• মোবাইল নয় হলে, পোস্টার টেস্ট পেপারে
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: মাধ্যমিক, ডাক্তারি (নিট) বা নেট প্রশ্নপত্র ফাঁসের মামলা যেন থামছেই না। এ বার রাজ্যে তা নিয়ে মুখ খুলল মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র ফাঁসে মূলত মালদা নিয়েই চিন্তিত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তাই জেলা সফরে বেরিয়ে মালদাকেই তিন দিন সময় দিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদ সূত্রে খবর, গত বছর মাধ্যমিকে গোটা রাজ্যে ৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল। সেই তালিকায় ৪২ জনই ছিল মালদার। তাই এই জেলাকেই সেনসিটিভ জ়োন হিসাবে ধরে নিয়ে বেশ কিছু পদক্ষেপ করছে মধ্যশিক্ষা পর্ষদ।

    প্রশ্ন ফাঁস রুখতে এবার টেস্ট পেপাররে মাধ্যমে সচেতনতার বার্তা পড়ুয়াদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি পোস্টারিং–এর মাধ্যমেও সতর্কতা গড়ে তোলা হচ্ছে। মোবাইল ফোন কিংবা কোনও রকম বৈদ্যুতিন সামগ্রী নিয়ে পড়ুয়ারা যাতে পরীক্ষাকেন্দ্র না ঢুকতে পারে, সে বিষয়েও সচেতন করা হচ্ছে জেলাগুলিকে। টেস্ট পেপারের একটি পৃথক পাতায় এই সচেতনতামূলক পোস্টার ছাপা হয়েছে। রামানুজের বক্তব্য, ‘মালদা জেলায় তিন দিন থেকে সেখানকার পুলিশ–প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি আমি। জেলাজুড়ে আমরা সেই সংক্রান্ত প্রচার চালাচ্ছি।’

    গত কয়েক বছরে মাধ্যমিক চলাকালীন পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছিল। তা রুখতে মধ্যশিক্ষা পর্ষদ নাম্বারিং, কিউআর কোড সহ একাধিক পদক্ষেপ নিয়েছিল। এমনকী, হলে পরীক্ষকদের মোবাইলও নিষিদ্ধ করা হয়েছিল। একমাত্র মালদার পরীক্ষার্থীদের সচেতন করা যায়নি বলে পর্ষদের আক্ষেপ।

    শুধুই কী সচেতনতার অভাব? নাকি কোনও চক্র জড়িয়ে রয়েছে এর পিছনে, তা খতিয়ে দেখতেই সভাপতির এই জেলা সফর। তিনি মনে করছেন, মালদার পড়ুয়াদের মধ্যে সচেতনতা অভাব রয়েছে। এমনকী, তাদের পরিবারও এই বিষয়ে উদাসীন। মালদায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিবারকেও সচেতন করার নির্দেশ দিয়েছে পর্ষদ। সূত্রের খবর, এবার মালদায় পরীক্ষাকেন্দ্রের আশেপাশে ১৬৩ ধারা জারি থাকার পাশাপাশি প্রয়োজনে বন্ধ রাখা হতে পারে ইন্টারনেট পরিষেবাও।

  • Link to this news (এই সময়)