• নানুরে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান জেলা প্রশাসনের
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নানুরে বালি মাফিয়াদের বিরুদ্ধে জেলা প্রশাসনের রাতভর অভিযান। 

    মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া বার্তার পর অবৈধ বালি ব্যবসার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বীরভূম জেলা প্রশাসন। বৃহস্পতিবার গভীর রাতে নানুরের একাধিক বালিঘাটে অভিযান চালান জেলা শাসক। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ বিশাল পুলিশ বাহিনী।

     অজয় নদী থেকে অবৈধভাবে বালি তোলার সময় বেশ কয়েকটি লরি আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় হিসাবের খাতা, নথিপত্র ও দুটি পকলেন (বালি তোলার মেশিন)। অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তা থেকেও কয়েকটি লরি আটক করে জেলা প্রশাসন।

     উল্লেখ্য, বোলপুর, ইলামবাজার ও নানুরের বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পরেও অবৈধভাবে বালিঘাট চালু ছিল বলে অভিযোগ ওঠে। এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ কার্যকলাপ বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

     
  • Link to this news (আজকাল)