• কনকনে ঠান্ডার মাঝেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, হতে পারে বৃষ্টি
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শীতে জবুথবু বাংলা। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। চলতি সপ্তাহে এই ঠান্ডার আমেজ বজায় থাকবে। আগামী মঙ্গলবার আবার পূণ্যস্নান। 

    কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কনকনে ঠান্ডার আমেজ চলছে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দুই দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপর তাপমাত্রা ২–৩ ডিগ্রি করে বাড়তে পারে। এছাড়া আগামী দু’‌দিন উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডার আমেজ বজায় থাকবে। তারপর তাপমাত্রা ২–৩ ডিগ্রি করে বাড়ার সম্ভাবনা।

    এদিকে, সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে হতে পারে তুষারপাত। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ও উত্তরে আগামী বুধবার অবধি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

    শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির ঘরে। 

    হাওয়া অফিসের কথায়, শনিবার পর্যন্ত বাংলায় শীতের আমেজ বজায় থাকবে। পৌষ সংক্রান্তির আগেই উত্তর–পশ্চিম ভারতে হাজির হবে পশ্চিমী ঝঞ্ঝা। শুক্রবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। শনিবার আরও বাড়বে কুয়াশা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।

    শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গের অন্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। বৃষ্টি হবে কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। 

     

     
  • Link to this news (আজকাল)