নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা ঘরের বাইরে এসে দেখেন দাউদাউ করে জ্বলছে তাঁদেরই এক প্রতিবেশীর বাড়ি। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে বাঁকুড়া শহরের লালবাজারের মাঝিপাড়া এলাকায়। ভয়াবহ বিস্ফোরণের জেরে আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ় দম্পতির।
সূত্রের খবর, বৃহস্পতিবার প্রায় রাত ১২টা নাগাদ ওই বাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, বাড়ির একটি দেওয়ালও ভেঙে পড়ে। ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় নিতাই পাল (৬৫) ও মিনা পাল (৬০)-এর। এছাড়া, পরিবারের আরও তিন সদস্য গুরুতর জখম হয়েছেন।
আগুন লাগতে দেখেই ছুটে আসেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে আসে পুলিস ও দমকলও। মৃতদের পাশাপাশি আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।